দেশ বিভাগে ফিরে যান

খোদ ‘রাম রাজ্যে’ মন্দিরের ভাগবাঁটোয়ারা নিয়ে সাধুদের মধ্যে সংঘর্ষ, বোমার লড়াই!

August 18, 2022 | < 1 min read

ছবি: প্রতীকী

সাধু-সন্ন্যাসী মানেই সে ইহজগতের মোহোমায়া মুক্ত মহামানব, এমন একটা ধারণা আমাদের সকলেরই রয়েছে। কিন্তু তথাকথিত রিপুজয়ীরা এমন হিংসাত্মক হয়ে উঠলে সে বিশ্বাসে আঘাত লাগে। ভেঙে খান খান হয়ে যায় সাধু-সন্ন্যাসীদের সম্পর্কে প্রচলতি ধারণা, যেমনটা হল অযোধ্যায়!


খোদ ‘রাম রাজ্যে’ মন্দিরের ভাগবাঁটোয়ারা নিয়ে সাধুদের মধ্যে সংঘর্ষ, সঙ্গে বোমাবাজি! মন্দিরের দখল ঘিরে দু’দল সাধুর সংঘর্ষে অশান্তি ছড়াল রামজন্মভূমি অযোধ্যায়। বৃহস্পতিবার ভোরে নরসিংহ মন্দির চত্বরে ওই সংঘর্ষের সময় বোমা পড়ে বলেও শোনা যাচ্ছে।


অযোধ্যার কোতোয়ালি থানা জানিয়েছে, নরসিংহ মন্দিরের আয়ের ভাগবাঁটোয়ারা নিয়ে গত দু’মাস ধরে পরিচালন সমিতির দু’গোষ্ঠীর বিবাদ চলছিল। বৃহস্পতিবার ভোরে সেই বিবাদের জেরেই সংঘর্ষ বাধে। তাতে জড়িয়ে পড়েন মন্দিরের মহন্ত, পুরোহিত এবং সাধুদের অনেকে। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, ভোর ৪টে নাগাদ গোলমাল শুরু হওয়ার পর মন্দির চত্বর থেকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যা সম্ভবত বোমার।


কোতোয়ালি থানার সার্কল ইনস্পেক্টর রাজেশ তিওয়ারি অবশ্য বোমাবাজির খবর অস্বীকার করেছেন। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, ‘‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে শক্তিশালী পটকা জাতীয় কিছু ফাটানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়েই পুলিশকর্মীরা গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কয়েক জনকে আটক করা হয়।ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অযোধ্যায় তৈরি হচ্ছে রামমন্দির। এবার সেখানেই মন্দিরের আয়ের ভাগ নিয়ে চরম বিবাদের সাক্ষী রইল অযোধ্যাবাসী। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ayodhya, #Bomb, #Bombardment, #sadhus, #kotowalithana, #ram rajya, #narasingha mandir, #Uttar Pradesh

আরো দেখুন