গত ২৪ ঘন্টায় দেশের করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল ১৫ হাজারের গন্ডি, মৃত ৪৭
August 19, 2022 | < 1min read
দেশে ফের ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল ১৫ হাজারের গণ্ডি। উদ্বেগে চিকিৎসক মহল।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। পজিটিভিটি রেট ৩.৪৭ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.২৩ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৮৩০ জন। একদিনে করোনায় মৃত ৪৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ২৫৩ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৮৫ হাজার ৫৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২২০ জন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ।