অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলায় আজও বৃষ্টির আশঙ্কা
ভাদ্রের শুরুতেই নিম্নচাপের আঘাত। অতি গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে বাংলায়। গতকালের পর আজও(২০ আগস্ট) দিনভর বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুর হাওয়া অফিস তরফে জানা গিয়েছে, ঝাড়খন্ড ও ছত্তিসগড় সংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। পূর্ব মধ্যপ্রদেশ হয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয়, যা সুলতানপুর হয়ে বিহারের গয়ার উপর দিয়ে বাংলার বাঁকুড়ার ওপর দিয়ে বঙ্গোপসাগ বিস্তৃত হয়েছে। ওড়িশা হয়ে বাংলা উপকূলের দিকে নিম্নচাপ এগোবে। যত অগ্রসর হবে, ক্রমেই নিম্নচাপ দুর্বল হবে।
গতকাল রাতেই অতি গভীর নিম্নচাপ দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করেছে, বর্তমানে তা দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছেই।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রবল দুর্যোগের দাপট চলছে। ঝড়-বৃষ্টির জেরে প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাত থেকেই দিঘায় প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকেই উপকূরবর্তী জায়গায় ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। পর্যটকদের সমুদ্র স্নানে আজ নিষেধাজ্ঞা জারি রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।