খেলা বিভাগে ফিরে যান

আই-লিগের দুর্বল রাজস্থানের কাছে হেরে ডুরান্ড যাত্রা শুরু মোহনবাগানের

August 20, 2022 | < 1 min read

ম্যাচের আগে কোচের ফতোয়া ছিল সমর্থকদের ছাড়াই হবে অনুশীলন, সেরকম ভাবেই কলকাতার মাঠে অনুশীলন করেছিলেন জনি কাউকোরা । শনিবার ডুরান্ড কাপের (Durand Cup 2022) গ্রুপ পর্বে এটিকে মোহনবাগানের কাছে কাজে লাগলোনা সকালের অনুশীলন। এই লিগের দুর্বল প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) কাছে ৩-২ গোলে হেরে বসল আইএসএলের তারকা ক্লাব এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

আজ একাধিক সুযোগ নষ্ট করে হেরে খেসারত দিতে হলো মোহনবাগানকে। ফ্লোরেন্তিন পোগবা, হুগো বুমোস, জনি কাউকোর মত তারকারা থাকতেও আইএসএলের দলটি হেরে বসল আইলিগের র্দুর্বল রাজস্থানের কাছে।

খেলার ৪৩ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন কিয়ান নাসিরি। হাফ টাইমের আগে ৪৫ মিনিটে রাজস্থানের হয়ে সমতা ফেরান অমান্জালদিয়েভ। ম্যাচের ৪৬ মিনিটে মোহনবাগানকে আবার এগিয়ে দেন কুরুনিয়ান। ৬১ মিনিটে গোল শোধ দেয় রাজস্থান। গোল করেন রেমস্যাঙ্গা। কিন্তু ইনজুরি টাইমে (৯০+৫”) রাজস্থানের পক্ষে জয়সূচক গোলটি করেন নিকুম।

এই পরাজয়ের পর স্বভাবতই সমাজমাধ্যমে শুরু হয়ে গিয়েছে ইয়ার্কি, মোহনবাগান নয়, হেরেছে এটিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ATK Mohun bagan, #durand cup 2022, #Rajasthan United

আরো দেখুন