প্রয়াত প্রখ্যাত প্রাক্তন ফুটবলার বদ্রু ব্যানার্জি
প্রয়াত প্রখ্যাত প্রাক্তন ফুটবলার সমর ‘বদ্রু’ ব্যানার্জি। বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার রাত ২.১০ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। গত কয়েকদিন ধরেই সঙ্কটজনক অবস্থায় ছিলেন। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার।
১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বদ্রু ব্যানার্জি। চার নম্বরে শেষ করেছিল ভারত। তাঁর নেতৃত্বেই আন্তর্জাতিক মঞ্চে দেশের সেরা পারফরম্যান্স। ১৯৫২ থেকে ১৯৫৯ পর্যন্ত মোহনবাগানে খেলেন। ১৯৫৮ সালে অধিনায়কও ছিলেন। ১৯৫৩ এবং ১৯৫৫ সালে ফুটবলার হিসেবে এবং ১৯৬১ সালে বাংলার কোচ হিসেবে জেতেন সন্তোষ ট্রফি। তিনি ভারতীয় ফুটবল দলের নির্বাচকও ছিলেন। মানস ভট্টাচার্য এবং বিদেশ বসুর মতো ফুটবলারকে তিনিই তুলে আনেন। ২০০৯ সালে মোহনবাগান রত্ন পান। তাঁর মৃত্যুতে কলকাতা ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।