শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে ফের চিঠি দিল তৃণমূল
শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) ফের চিঠি দিল তৃণমূল কংগ্রেস (TMC)। স্পিকারকে ওই অর্থে চিঠি লিখলেন লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। চিঠিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তৃণমূলের সাংসদ হলেও শিশির অধিকারী দলের নির্দেশ মানছেন না। বিজেপির কথায় চলছেন শিশির অধিকারী, দাবি তৃণমূল সাংসদের।
এর আগে বেশ কয়েকবার কাঁথির সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikari) সাংসদপদ খারিজের দাবিতে সংসদের এথিক্স কমিটিতে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস।
২০২০ সালের ডিসেম্বরে শিশির পুত্র শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন। ২০২১-শের বিধানসভা ভোটের প্রচার পর্বে এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় শিশির অধিকারীকে প্রথম বিজেপির মঞ্চে দেখা যায়৷ কাঁথিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভাতেও তিনি যোগ দেন৷ দুটি সভাতেই বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছিলেন কাঁথির সাংসদ৷ ভোট মিটতেই শিশির অধিকারীর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ এনে সাংসদ পদ খারিজের আবেদন জানায় তৃণমূল৷