রাজ্য বিভাগে ফিরে যান

পিছিয়ে গেল বিজেপির নবান্ন অভিযান, করম পুজো না কি ঝান্ডা ধরার লোকের অভাব?

August 20, 2022 | 2 min read

বিজেপির নবান্ন অভিযানের ডাক, প্রতীকী ছবি

গালভরা প্রচার করেও নবান্ন অভিযান পিছিয়ে দিল বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের পিছু হঠা নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। দুর্নীতিসহ একাধিক ইস্যুতে এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু হঠাৎ করেই গেরুয়া শিবির প্রায় সপ্তাহ খানেকের জন্যে সেই কর্মসূচি পিছিয়ে দিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানে যেতে পারে বিজেপি (BJP)। বিজেপির দাবি, ৭ তারিখ আদিবাসীদের অন্যতম বড় উৎসব করম পুজো থাকায় রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। ফলে ওইদিন নবান্ন বন্ধ থাকবে। সেই কারণেই নাকি বিজেপি বাধ্য হয়ে নবান্ন অভিযান পিছিয়ে দিয়েছে।

যদিও রাজনৈতিক বিশ্লেষকেরা অন্য কারণ খুঁজে পাচ্ছেন। বঙ্গ বিজেপি এখন বিচ্ছিন্ন দ্বীপ। সব নেতারা আলাদা আলাদা শিবির। সুকান্ত-শুভেন্দু-দিলীপ এই তিন গোষ্ঠী তিন রককভাবে চলে। এছাড়াও উপগোষ্ঠী, শিবির, তস্য শিবিরের অন্ত নেই! দলের অন্দরে একে অন্যের প্রতি ক্ষোভ- বিক্ষোভ রয়েছে। আদি-নব্য কাজিয়া, লাগাতার নির্বাচনে হার এবং নেতাদের দলত্যাগ ইত্যাদির কারণে হয়ত বঙ্গ বিজেপি এত বড় আকারের আন্দোলন নামাতে ভয় পাচ্ছে। নীচুতলার কর্মীরা বসে গিয়েছেন ফলে, আন্দোলন হবে কাদের দিয়ে? সে প্রশ্নে জর্জরিত রাজ্য বিজেপির নেতারা। বাংলায় বুথ প্রতি সাংগঠনিক কমিটির লোক পাচ্ছে না বিজেপি।

শুক্রবার ১৯ আগস্ট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) হুমকির সুরে বলেছিলেন, নবান্ন অভিযানে দলের ‘ঝান্ডা’ ছোট হলেও ‘ডান্ডা’ বড় হবে। পালটা অশান্ত, হাতাহাতির পরিস্থিতি যে তৈরি হতেই পারে, সেই ইঙ্গিত ছিল বঙ্গ বিজেপির সভাপতির কথায়। কিন্তু ঝান্ডা বা ডান্ডা ধরার লোক পাবে তো রাজ্য বিজেপি? সেই কারণেই কি রাতারাতিই দিনক্ষণ বদলের পথে হাঁটল মুরলীধর সেন লেন? সুকান্ত মজুমদারের ডান্ডা মন্তব্যের বিরোধিতায় সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তৃণমূল সাংসদের কথায়, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অথবা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিক তৃণমূল (TMC)। এমনটাই তিনি চাইছেন। তার কথায়, তৃণমূলের বিরুদ্ধে যেভাবে সুকান্ত আজেবাজে কথা বলে যাচ্ছেন, তা কোনভাবে মেনে নেওয়া যায় না। সৌগত বলছেন, তৃণমূলের উচিত হবে সুকান্তর আজেবাজে বক্তব্যের বিরুদ্ধে জবাব দেওয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #tmc, #Saugata Roy, #sukanta majumder

আরো দেখুন