দেউচা-পাঁচামি: ৭৮জন পুলিশে চাকরির নিয়োগপত্র পেয়ে প্রশিক্ষণের জন্য রওনা দিলেন
দেউচা-পাঁচামির প্রস্তাবিত কয়লা প্রকল্পে জমিদাতাদের মনোনীত প্রার্থীকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র দেবে সরকার। বিধানসভায় দাঁড়িয়ে গত বছরের ১১ নভেম্বর এই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দেউচা-পাঁচামি প্রকল্পে জমিদাতাদের আরও ৭৮জন নিয়োগপত্র পেলেন। শনিবার থেকে তাঁরা জুনিয়র কনস্টেবল পদে যোগ দেন। শনিবার সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রশাসনিক কর্তারা। বারাকপুরের লাটবাগানে চার মাসের প্রশিক্ষণের জন্য রবিবার তাঁরা রওনা দিলেন। একই সঙ্গে কয়লা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্মতিপত্র নেওয়া সেই এলাকায় সমীক্ষা খননের কাজ শুরু হয়েছে বলে জানান জেলাশাসক বিধান রায়।
শনিবার দ্বিতীয় পর্যায়ে সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ৭৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ প্রশাসনিক কর্তারা। বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কখনও মিথ্যা প্রতিশ্রুতি দেন না। যারা বলত আগে চাকরি দিয়ে দেখান, তারা এবার দেখুন। মুখ্যমন্ত্রী বলেছিলেন আগে চাকরি, পরে খনন। সেই কথা তিনি রেখেছেন। এলাকার যুবক-যুবতীদের প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়েও চাকরি দিলেন তিনি।”
মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “বহিরাগতরা প্রকল্পকে নষ্ট করার মতলবে হাজির হয়। জেলার ভাল-মন্দ এখন আপনাদের হাতে। এলাকার ভবিষ্যৎ আপনারা গড়ুন। এলাকায় গিয়ে বাংলা কী গতিতে এগোচ্ছে, সবাইকে তা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলাকে দেশের এক নম্বর স্থানে পৌঁছে দেবেন।”