২৫ আগস্ট নব মহাকরণের একাংশ হাইকোর্টের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী
নব মহাকরণের (নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং) ব্লক-বি’র ন’তলা এবার থেকে আদালতের কাজে লাগানো হবে। সেই কারণে ন’তলায় যে সব দপ্তর ছিল তা সরিয়ে ফেলার কাজ সম্পন্ন করে ফেলেছে পূর্ত দপ্তর।
সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ২৫ আগস্ট এই ‘অফিস স্পেস’টি আদালতের কাজের জন্য হাইকোর্টের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্ট-সহ বেশ কয়েকটি আদালতের পরিবেশ ক্রমশ ঘিঞ্জি হয়ে পড়েছিল। তাই আদালতের কাজের সুবিধার জন্য প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা প্রয়োজন ছিল। সঙ্গে সংশ্লিষ্ট আদালতগুলির কিছু শাখাও সরানো জরুরি হয়ে পড়েছিল। সেই গুরুত্ব বিবেচনা করে নব মহাকরণের বড় অংশ রাজ্য সরকার তুলে দিচ্ছে আদালত কর্তৃপক্ষের হাতে। স্বাভাবিকভাবেই রাজ্যসরকারের এই সিদ্ধান্তের ফলে আদালতের কাজকর্মের সুবিধা হল।
গত জুন মাসে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর। মনে করা হচ্ছে সেই বৈঠকেই নব মহাকরণে আদালতের বড় অংশ সরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।