দেশ বিভাগে ফিরে যান

ভয়ঙ্কর: ‘এখনও পর্যন্ত পাঁচ জনকে পিটিয়ে মেরেছি’, বিজেপি নেতার স্বীকারোক্তি

August 21, 2022 | < 1 min read

প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা

আলওয়ার, যেখানে গত কয়েক বছরে গোরক্ষার নামে একাধিক গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানেই প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজাকে বলতে শোনা যাচ্ছে, তিনি এখনও পর্যন্ত পাঁচ জনকে গণপিটুনি দিয়ে খুন করেছেন।


বিজেপির প্রাক্তন এই বাহুবলি বিধায়কের বিস্ফোরক স্বীকারোক্তির ভিডিয়ো ঘিরে তোলপাড় রাজস্থানে। প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাসরা শনিবার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন।

সম্প্রতি রাজস্থানের গোবিন্দগড়ে ৪৫ বছরের চিরঞ্জিলাল সাইনি নামে এক ব্যক্তিকে ট্র্যাক্টর চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। জ্ঞানদেব সেই নিয়ে কথা বলতে গোবিন্দগড় গিয়েছিলেন। সেখানে স্থানীয় আরএসএস কর্মীরা তাঁকে প্রস্তাব দেন, চিরঞ্জিলালের খুনে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়ার জন্য। সেখানেই বাকিদের থামিয়ে রামগড়ের প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেবকে বলতে শোনা যায়, ‘‘লাওয়ান্ডি হোক বা বেহরুর— আমরা এখনও পর্যন্ত পাঁচ জনকে পিটিয়ে মেরেছি। কিন্তু এটা প্রথম হল, ওরা আমাদের কাউকে পিটিয়ে মেরে দিল।’’ তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি আমার লোকেদের বলে দিয়েছি, খুন করে ফেলতে। তার পর জামিনের ব্যবস্থাও আমরা করব, ওদের বেকসুর খালাস করিয়ে নিয়ে আসব।’’

এই ভিডিয়োটি শেয়ার করে গোবিন্দ সিংহ বলেন, ‘‘এই হল বিজেপির আসল চেহারা। সাম্প্রদায়িক হিংসা ছড়াতে বিজেপির কৌশলের হাতেগরম প্রমাণ।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversy, #bjp, #Gyandev Ahuja, #Alwar, #Lynching

আরো দেখুন