মাঝ আকাশে বিমানে ধোঁয়া, জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে
দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান রানওয়ে থেকে তখন উড়ান নিয়ে নিয়েছে। বিমানে জিনিসপত্র রাখার জায়গা (কার্গো) থেকে আচমকাই ধোঁয়া বার হচ্ছে বলে জানা যায়। বিষয়টি নজরে আসতেই কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি অবস্থা বা ‘মে ডে’ ঘোষণা করা হয়।
অগ্রাধিকারের ভিত্তিতে নিরাপদ জায়গায় জরুরি অবতরণ করানোর জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে অনুরোধ জানান বিমানের চালকরা। শেষ পর্যন্ত নিরাপদেই নামে ইন্ডিগোর ৬ই-২৫১৩ বিমানটি। তখন বিমানবন্দরে উপস্থিত অ্যাম্বুলেন্স, দমকল। রক্ষা পান বিমানে থাকা ১৬৫ যাত্রী।
ইন্ডিগো সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সমস্ত জরুরি প্রক্রিয়া অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই অবতরণ করিয়েছেন চালক। অবতরণের পর তদারকি চলছে। যদিও আগুন লেগেছিল বলে যে বিপদ-বার্তা জারি হয়েছিল, তা সত্যি নয়। সেই নিয়ে তদন্ত চলছে।’