রাজ্য বিভাগে ফিরে যান

সাবান, টুথপেস্টের খোলে ছবি এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম বাগনানের মৌলিকার

August 21, 2022 | < 1 min read

ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিল বাগনানের অষ্টম শ্রেণির ছাত্রি মৌলিকা দে। সাবান, টুথপেস্ট, ওষুধের ফেলে দেওয়া ৫৩২টি বাক্সের উপর ছবি এঁকে এই সাফল্য অর্জন করলেন বাগনানের উচ্চ বালিকা বিদ্যালয়ের এই ছাত্রী।


মৌলিকা জানিয়েছে, ২৯ জুন আমার আঁকা ইন্ডিয়া বুক অব রেকর্ডেসে পাঠাই। ৪ আগস্ট তারা আমার হাতের আঁকাকে স্বীকৃতি দেয়। এরপর শনিবার তাদের পাঠানো উপহার হাতে পেয়েছি। মৌলিকা জানায়, ৩.৫ সেন্টিমিটার লম্বা এবং ৩.৮ সেন্টিমিটার চওড়া এক একটি ছবি আঁকতে সময় লেগেছে এক থেকে দেড় মিনিট। এই সাফল্যে খুশি তার বাবা পেশায় ব্যবসায়ী সঞ্জীবকুমার দে ও মা চৈতালি দে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India Book of Records, #Moulika Dey, #howrah, #toothpaste, #Soap, #Bagnan

আরো দেখুন