দেশ বিভাগে ফিরে যান

১০০ দিনের প্রকল্পে নিয়ম না মেনেই টাকা পাচ্ছে বিজেপি শাসিত রাজ্য, বঞ্চিত বাংলাই

August 22, 2022 | 2 min read

১০০ দিনের কাজ প্রকল্পে নিয়ম ভাঙার পরও বিজেপি শাসিত ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলির বরাদ্দ বহাল থাকছে। অন্যদিকে সব শর্ত পূরণ করার পরও বাংলাকে এই প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না। এই প্রেক্ষিতে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনার নয়া নিদর্শন এই ঘটনা।

১০০ দিনের কাজের প্রকল্পে স্বছতা বজায় রাখার উদ্দেশ্যে জেলাভিত্তিক ওম্বুডসম্যান নিয়োগ করতে হবে, বলছে কেন্দ্রের আইনে। প্রতি জেলায় সর্বাধিক ৩ জন নিযুক্ত করতে পারে রাজ্যগুলি। স্বচ্ছতা বজায় রেখে একশো দিনের কাজের প্রকল্প চালানোর ক্ষেত্রে এই বিশেষ আধিকারিকদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ, প্রকল্পের কর্মী বা সংশ্লিষ্ট কেউ অভিযোগ জানালে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে তাঁকে। এর মধ্যে রয়েছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও। কিন্তু এই নিয়োগ নিয়ে অধিকাংশ রাজ্যই উদাসীন ছিল। ফলস্বরূপ, অন্তত ৮০ শতাংশ জেলায় এই নিয়ম বলবৎ করতে না পারলে ২০২২-২৩ অর্থবর্ষে সংশ্লিষ্ট রাজ্যে একশো দিনের প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে, গত ফেব্রুয়ারি মাসে জানিয়ে দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ।

কিন্তু বাস্তবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাত, গোয়া, অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্যের অনেক জেলায় এখনও ওই নিয়োগ প্রক্রিয়া হয়নি, বলছে গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান। উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মধ্যে মাত্র ৩২টিতে, গুজরাতে ৩৩টির মধ্যে মাত্র ৬টিতে এই কাজ শেষ হয়েছে। গোয়া ও অরুণাচল প্রদেশের কোনও জেলায় এই নিয়োগ হয়নি। কিন্তু এর জন্য কেন্দ্রীয় বরাদ্দ মোটেই বন্ধ হয়নি। বরং এসব রাজ্যে বকেয়া অর্থের পরিমাণ খুব কম। উত্তরপ্রদেশ, গোয়া, অরুণাচল, গুজরাতের ক্ষেত্রে এই পরিমাণ যথাক্রমে ৮.২৫, ৩.২৩, ৮.৬২ ও ১৮.২৫ শতাংশ।

এদিকে পশ্চিমবঙ্গে জেলা ভাগের আগে মন্ত্রকের রিপোর্ট বলছে, ২৩টি জেলার মধ্যে ২২টিতে সমাপ্ত হয়েছে ওম্বুডসম্যান নিয়োগ প্রক্রিয়া। আগস্ট মাসে অতিরিক্ত নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। তারপরও দেশের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যারা চলতি অর্থবর্ষে একশো দিনের কাজে এক পয়সা পায়নি। মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, চলতি এপ্রিল থেকে এখনও পর্যন্ত ‘নারেগা’ প্রকল্পে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসার কথা ৭৬২ কোটি ১৯ লক্ষ টাকা। কিন্তু পুরো টাকাটাই এখনও বকেয়া হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ,বাংলা আবারও বঞ্চিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #bjp, #100 days Work, #modi govt

আরো দেখুন