রাজ্যের ৪৩ হাজার দুর্গা পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান: মমতা
দোরগোড়ায় দুর্গা পুজো (Durga Puja)। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই দেবীপক্ষে আসবেন মা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জন্যে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে ফেলেছে প্রশাসন। গত দু-বছর করোনার কারণে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ভাটা পড়েছিল। এবছর সংক্রমণ অনেকটাই কম। ফলে ফের করোনা পূর্ববর্তী বছরগুলোর মতোই মেতে উঠবে বাংলা। পুজোর সেই আনন্দ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকের পর ঘোষণা করলেন, এবার রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়, সেই অর্থে কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, ৩০শে সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর সরকারি ক্ষেত্রে ছুটি থাকবে। পুজো উপলক্ষ্যে প্রতি জেলায় ১লা সেপ্টেম্বর থেকেই ঘরের মাকে বরণ করার জন্য মিছিলের আয়োজন করা হবে।
সোমবার ২২ আগস্ট বিকেল পাঁচটা নাগাদ রাজ্যের প্রায় সবকটি পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠক রাজ্যের বেশকিছু জেলার পুজো আয়োজক-উদ্যোক্তারা ভার্চুয়ালি বৈঠকে সামিল হয়েছিলেন। বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তা থেকে শুরু করে আধিকারিকের, সকলেই বৈঠকে হাজির ছিলেন। কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরাও বৈঠকে হাজির ছিলেন।
প্রসঙ্গত, এর আগে কেবলমাত্র কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গেই বৈঠক করতেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবারই প্রথম জেলার পুজো কমিটিদের নিয়েও বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার পুজো কমিটিগুলি ভার্চুয়ালি বৈঠকে ছিলেন। মুখ্যমন্ত্রীর বৈঠককে ঘিরে খুশি জেলার পুজো আয়োজকরাও।
ইউনেস্কোর ডিরেক্টর এরিক ফল্ট জানিয়েছেন, আগামী সপ্তাহেই দুর্গাপুজোর উদযাপন কর্মসূচীতে যোগ দিতে কলকাতায় আসছেন একটি প্রতিনিধি দল। দেখুন কী বললেন তিনি