সেরা আয়করদাতাদের তালিকায় তৃণমূলের দুই জনপ্রতিনিধি, পাঁচে সৌরভ
বিগত অর্থবর্ষে যারা অগ্রিম আয়কর জমা করেছেন, তাদের মধ্যে থেকে সেরা আড়াইশো জনকে নিয়ে একটি তালিকা তৈরি করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। সেরা ২৫০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলার শাসক দলের নেতারা। বিপুল পরিমাণ আয়কর দিয়ে ওই তালিকায় স্থান পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক প্রাক্তন ও বর্তমান মন্ত্রী যথাক্রমে জাকির হোসেন ও জাভেদ খানের।
জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন আগে শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। অন্যদিকে, জাভেদ খান এখনও মন্ত্রীসভার সদস্য, তিনি বিপর্যয় মোকাবিলা দপ্তর সামলাচ্ছেন। বিগত অর্থ বছরে জাকির হোসেন ১ কোটি ৫৬ লক্ষ টাকা আয়কর মিটিয়েছেন। সেরা ২৫০-এর তালিকায় তার নাম ১৪৯ নম্বরে রয়েছে। অন্যদিকে আয়কর বাবদ ৭৮ লক্ষ টাকা দিয়ে তালিকায় ২১৮ নম্বরে আছেন কসবার বিধায়ক জাভেদ খান।
সেরা করদাতাদের তালিকায় রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। গত অর্থবর্ষে তিনি ১৪ কোটি ৫১ লক্ষ টাকা অগ্রিম কর বাবদ মিটিয়েছেন। সেরা ২৫০ তালিকায় প্রাক্তন ভারত অধিনায়ক পঞ্চম স্থানে আছেন। এবারে সঞ্জীব গোয়েঙ্কার মতো শিল্পপতিকেও টেক্কা দিয়েছেন সৌরভ। সঞ্জীব গোয়েঙ্কার ১৩ কোটি ৭৬ লক্ষ টাকা আয়কর বাবদ জমা করেছেন।
আয়কর দপ্তরের কর্তাদের কথায়, বহু বছর পর বাংলার সেরা আয়কারদাতাদের তালিকায় প্রথম স্থান দখল করেছেন কোন বাঙালি। অভিরূপ নাথ ১৮ কোটি ১০ লক্ষ টাকা আয়কর মিটিয়ে প্রথম স্থানটি তিনিই দখল করেছেন। আয়করদাতাদের তালিকায় রাজনৈতিক নেতানেত্রীদের সচরাচর খুব একটা দেখা যায় না। চলতি বছরের তালিকায় তাও রয়েছে।