রাজ্য বিভাগে ফিরে যান

সময় বেঁধে দিল নবান্ন, ১৫ সেপ্টেম্বরের মধ্যেই পড়ুয়াদের কাছে পৌঁছবে স্কুল ইউনিফর্ম

August 22, 2022 | < 1 min read

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের ২ সেট করে ইউনিফর্ম

স্কুল পড়ুয়াদের স্কুল ইউনিফর্ম (School Uniforms) দেয় রাজ্য। চলতি শিক্ষাবর্ষে ৮ মাস সময় পেরিয়ে গেলেও এখনও ড্রেস পায়নি অনেক পড়ুয়া। এই ঘটনায় বেজায় বিরক্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্রুত পড়ুয়াদের কাছে ইউনিফর্ম পৌঁছে দিতে তৎপর নবান্ন। দ্রুত যাতে স্কুল ইউনিফর্ম দেওয়া হয়, তাই সময়সীমা বেঁধে দিয়েছে নবান্ন। নবান্ন (Nabanna) তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের ২ সেট করে ইউনিফর্ম দিতেই হবে।

স্কুল ড্রেস দেওয়ার ক্ষেত্রে বিলম্বের কারণ জানতে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উল্গানাথন জেলাশাসকদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। তিনি সাফ জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করে স্কুল পড়ুয়াদের ড্রেস (School Dress) পৌঁছে দিতে হবে। জানা গিয়েছে, কলকাতা, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কালিম্পং ও দুই ২৪ পরগনা মিলিয়ে মোট ৯ জেলার স্কুল পড়ুয়ারা এখনও স্কুল ড্রেস পায়নি। সব মিলিয়ে পড়ুয়াদের জন্যে প্রায় ৪ কোটি ইউনিফর্ম দেবে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #School Dress, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন