খেলা বিভাগে ফিরে যান

ফিফার নির্দেশ মতই AIFF-এর COA বাতিল করে দিল সুপ্রিম কোর্ট

August 22, 2022 | < 1 min read

ভারতীয় ফুটবলের ওপর FIFA-র নিষেধাজ্ঞা ওঠাতে এবার তৎপর হল সুপ্রিম কোর্ট। ফিফার নির্দেশ মতই AIFF-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরসকে (COA) বাতিল করে দিল সুপ্রিম কোর্ট।

সোমবার এই সক্রান্ত এক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এক সপ্তাহের মধ্যেই নির্বাচন করে নিতে হবে।

AIFF-এর উপর থেকে নিষেধাজ্ঞা উঠলে তবেই অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন করা যাবে এই দেশে। এছাড়াও AFC কাপের মত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ভারতীয় ক্লাবগুলো।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA, #coa, #Supreme Court of India, #AIFF

আরো দেখুন