নন্দীগ্রামে সমবায় সমিতির ভোট জিতল তৃণমূল, বিজেপি নামল তিনে
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের সমবায় সমিতির ভোটে হেরে তিন নম্বরে নেমে এলো বিজেপি। রবিবার ৫২টি আসনে ভোট হয় নন্দীগ্রাম-২ব্লকের অন্তর্গত হানু ভুঁইঞা শিবরামপুর ঘোলপুকুর সমবায় সমিতির। নির্বাচনের ফল প্রকাশে দেখা গেল তৃণমূলের প্যানেল ৫১টিতে এবং সিপিএম একটি আসনে জয়ী হয়েছে। ৪২টি আসনে লড়াই করে একটিতেও জিততে পারেনি বিজেপি।
প্রসঙ্গত, বিজেপি ২০২১ বিধানসভা নির্বাচনে এখান থেকে জিতেছিল । এক বছরের মাথায় সিপিএমের পিছনে বিজেপির চলে যাওয়াটা ভীষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
উল্লেখ্য ওই সমবায় সমিতির পরিসর নন্দীগ্রাম-২ ব্লকের অন্তর্গত হানু ভুঁইঞা, শিবরামপুর এবং ঘোলপুকুর মৌজা এলাকার মধ্যেই। সমিতির মোট সদস্য সংখ্যা প্রায় ২৬০০। এদিন ছ’টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভোট নেওয়া হয়। পর্যাপ্ত পুলিসকর্মী মোতায়েন ছিল এবং নির্বিঘ্নে সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া। ভোটপর্ব শেষ হওয়ার পর গণনা হয় ভোটগ্রহণ কেন্দ্রেই। ঘোলপুকুর মৌজায় একটি আসনে সিপিএম জয়ী হয়। বাকি ৫১টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্যানেলের প্রার্থীরাই ।