দুর্গাপুজো উপলক্ষ্যে ১১ দিনের সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
২২ আগস্ট নেতাজি ইন্ডোর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের দু্র্গাপুজোর সূচি ঘোষণা করলেন। এবার পুজোয় ১১ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত থাকছে ছুটি। এছাড়াও চলতি বছর কালীপুজোয় ২ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ১ সেপ্টেম্বর মহামিছিলের মধ্যে দিয়েই পুজোর চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু হবে। মহালয়ার আগের দিন থেকেই এবারের পুজোর উৎসব শুরু হবে।
১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে মহামিছিল আয়োজনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর থেকেই গতকাল মুখ্যমন্ত্রী মহামিছিলের সূচি জানিয়েছেন। ওইদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে দুপুর দুটো মিছিল শুরু হবে। তারপর রানি রাসমনি রোড ধরে ধর্মতলায় পৌঁছবে মিছিল। মঞ্চেই মাটির দুর্গামূর্তি দিয়ে ইউনেস্কোর প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যানজট আশঙ্কা করেই ওই দিন বেলা ১ টায় স্কুলছুটির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্য থেকে ১০ হাজার ছাত্রছাত্রী মহামিছিলে হাঁটবে বলেও জানা গিয়েছে।