দেশ বিভাগে ফিরে যান

বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ মহুয়া

August 23, 2022 | 2 min read

বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। আজ (২৩ আগস্ট, মঙ্গলবার) দেশের প্রধান বিচারপতি এনভি রমনার (N. V. Ramana) কাছে আবেদন করেন আইনজীবী অপর্ণা ভট্ট। ২৪ আগস্ট অর্থাৎ আগামীকাল বুধবার জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার আবেদন জানিয়েছেন আইনজীবী। প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলাটি তালিকাভুক্ত করার বিষয়ে বিবেচনা করা হবে।

বিলকিস ধর্ষকদের মুক্তির বিষয়ে ন্যায় বিচারের জন্যে আদালতের যথোপযুক্ত নির্দেশ চেয়ে আবেদন জানানো হয়েছে। আবেদনপত্রে দাবি করা হয়েছে, পুরো বিষয়টি যেন খতিয়ে দেখে দেশের সর্বোচ্চ আদালত। আবেদন পত্রে এও বলা হয়েছে, গুজরাত সরকারের সিদ্ধান্ত যেন বাতিল করা হয়। অপরাধীকে মুক্তি দেওয়ার বিষয়ে রাজ্যের অধীনে থাকা ক্ষমতার প্রয়োগ যাতে সঠিকভাবে হয়, সে আবেদনও জানানো হয়েছে।

এবারের স্বাধীনতা দিবসে বিলকিস গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হাওয়া সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দিয়েছে গুজরাত সরকার। প্রসঙ্গত, শীর্ষ আদালতে এক অপরাধী মুক্তির জন্যে আবেদন জানিয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই গুজরাত সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল আদালত। গুজরাতের ডবল ইঞ্জিন সরকারের নির্দেশেই জেল থেকে ১১ জন ধর্ষককে মুক্তি দেওয়া হয়েছে। যা নিয়ে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিরোধী দল থেকে শুরু করে বিদ্বজ্জন, সাধারণ মানুষ সকলেই মোদীর দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব। গুজরাত সরকারের এই সিদ্ধান্তকে তারা আক্রমণও করছেন।

ধর্ষকদের মুক্তিতে শঙ্কিত বিলকিসের কথায়, বিগত ২০ বছরের আতঙ্ক আবার তাকে গ্রাস করেছে, যখন তিনি শুনলেন তার জীবন, তার পরিবারকে ধ্বংস করে দেওয়া ১১ জন লোক মুক্তি পেয়ে গেল, তখন তিনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বাক্ষর সংগ্রহ করেন।

প্রসঙ্গত, ২০০২ সালে মোদী জমানায় গুজরাতে সাম্প্রদায়িক হিংসা চলাকালীন ৩ মে দাহোড় জেলার দেবগড় বারিয়া গ্রামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোসহ তার মা ও বোনকে গণধর্ষণ (Bilkis Bano Case) করা হয়। বিলকিসের তিন বছরের মেয়েকে আছড়ে মেরে ফেলে দাঙ্গাবাজরা। বিলকিসের পরিবারের আরও কয়েক জনকে হত্যা করা হয়। ২০০৮ সালের ২১ জানুয়ারি এই ঘটনায় ১২ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল বিশেষ আদালত। মামলা চলাকালীন এক জনের মৃত্যু হয়। এবার বাকি ১১ জনকে মুক্তি দিল বিজেপির ডবল ইঞ্জিন সরকার। এই মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#N. V. Ramana, #Mahua Moitra, #supreme court, #Bilkis Bano gang rape case

আরো দেখুন