কলকাতাবাসীদের অপমান করলেন দিলীপ ঘোষ!
বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যেমন, সিবিআইয়ের সঙ্গে সেটিং হয়েছে মন্তব্য করে গত কয়েকদিন সংবাদের শিরোনামে ছিলেন তিনি। এবার কলকাতার ভোটারদেরই কটাক্ষ করে বসলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘কলকাতার ভোটাররা দুর্নীতি নিয়ে ভাবে না।
শুধু তাই নয়, দলের সংগঠন নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন দিলীপ ঘোষ। কলকাতায় বিজেপি (BJP) যে জিততে পারবে না তা সরাসরি স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘ক্ষমতা থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক। এখানকার বাঙালিদের এটাই চরিত্র। কালীঘাটের কাছাকাছি থাকবে। আনন্দে থাকব। তাতে ভিখারি হয়ে থাকলেও কোনও ক্ষতি নেই। পুজোর টাকা পেলেই খুশি’।
প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। এদিনও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে দিতে দিলীপ বলেন, ‘‘বিজেপি কবে কলকাতার সিট পেয়েছে? কলকাতার মানুষ দুর্নীতি নিয়ে ভাবে না। তারা নিজেদের সুবিধার কথা ভাবে। গোটা রাজ্যে প্রতিবাদ চলছে। কলকাতায় কোনও প্রতিবাদ দেখেছেন? আমি যা বলি, সত্যি বলি। কারও খারাপ লাগলে কিছু করার নেই।’