← রাজ্য বিভাগে ফিরে যান
ভোর থেকেই বৃষ্টি, ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মঙ্গলবার ভোরবেলা থেকে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া সূত্রে খবর, উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়লেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এদিন হালকা থেকে ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলায়।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাস আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও । আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। চলতি সপ্তাহেও এমন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।