বিনোদন বিভাগে ফিরে যান

ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

August 24, 2022 | < 1 min read

আবার করোনা আক্রান্ত হয়েছেন বলিউড legend অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাতে তিনি টুইট করে এই খবর জানিয়েছেন। অমিতাভ বচ্চন লিখেছেন যে, কিছু আগে তিনি করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পেয়েছেন। এর মাঝে তাঁরসংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন তিনি।

৭৯ বছরের বলিউড legend এই মুহূর্তে কৌন বনেগা ক্রোড়পতি শো-র শুটিং করছিলেন।

এর আগেও কোভিড সংক্রমিত হয়েছিলেন অমিতাভ বচ্চন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bollywood, #covid 19, #Corona Update, #Corona pandemic, #corona positive, #Megastar, #amitabh bachchan

আরো দেখুন