পর্যটনে পাখির চোখ, পর্যটন-ব্যবসায়ীদের নিয়ে ৬টি সাব কমিটি গড়ল রাজ্য
করোনার কাঁটা পেরিয়ে ফের পর্যটনমুখী হচ্ছেন আম বাঙালি। তাই পর্যটন শিল্পের উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতি এবং মানুষজনদের নিয়ে ৬টি সাব কমিটি তৈরি করা হয়েছে। ৬টি সাব কমিটি হল, গ্রামীণ ও চা পর্যটন, ঐতিহ্য ও সংস্কৃতি পর্যটন, ইকো ট্যুরিজম, নদী পর্যটন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম (Tourism) এবং মাইস পর্যটন।
চলতি মাসের শুরুতেই কমিটি গড়া হয়েছে। মঙ্গলবার ২৩ আগস্ট কমিটির সদস্যরা প্রথম বৈঠকে বসেন। প্রাথমিকভাবে, প্রতিটি সাব কমিটি তাদের নিজেদের প্রস্তাব খসড়া আকারে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলার পর্যটনমন্ত্রী, রাজ্যের পর্যটন সচিব এবং প্রত্যেকটি সাব কমিটির চেয়ারম্যান গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে সাব কমিটিগুলি একাধিক প্রস্তাবও দিয়েছে। জানা গিয়েছে, সাব কমিটিগুলি তাদের প্রস্তাবগুলি খুব শীঘ্রই খসড়া আকারে জমা দেবে। আগামীতে সেই খসড়ার ভিত্তিতেই বাংলার পর্যটন পরিকাঠামো গড়ে তোলা হবে।