রাজ্য বিভাগে ফিরে যান

থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং সিকল সেল অ্যানিমিয়া আক্রান্তদের জন্যে অভিনব উদ্যোগ রাজ্যের

August 26, 2022 | < 1 min read

থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং সিকল সেল অ্যানিমিয়া, রক্তের তিন বিরল অসুখে আক্রান্তদের বিশেষভাবে সক্ষম হওয়ার হার প্রকাশ করল রাজ্য সরকার। থ্যালাসেমিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্তদের ক্ষেত্রে, বিশেষভাবে সক্ষম হওয়ার যথাক্রমে ৯টি এবং ৮টি পর্যায় রয়েছে। উপসর্গভেদে থ্যালাসেমিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্তদের ৪০ শতাংশের কম এবং ৮৫ শতাংশ বেশি মানুষ বিশেষভাবে সক্ষম হতে পারেন। হিমোফিলিয়া আক্রান্তদের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম হওয়ার হার ১০ শতাংশ থেকে ৮৫ শতাংশ হতে পারে।

এবার থেকে এই তিন রোগাক্রান্ত বিশেষভাবে সক্ষমদের ডিজেবিলিটি সার্টিফিকেট পেতে আর কলকাতায় দৌড়াতে হবে না। এবার থেকে বাড়ির কাছের নির্দিষ্ট হাসপাতালে বা থালাসেমিয়া কন্ট্রোল ইউনিট থেকেই ডিজেবিলিটি সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #thalassemia, #hemophilia, #WB govt, #sickle cell anemia

আরো দেখুন