রাজ্য বিভাগে ফিরে যান

দলীয় কর্মীদের উদ্দেশ্যে সকলকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকার বার্তা অভিষেকের

August 26, 2022 | 2 min read

বাংলায় জোড়াফুল শিবির সাংগঠনিক জোর নিয়ে বোধহয় চরম বিরোধীরাও প্রশ্ন তোলার সাহস পান না। প্রশ্নাতীত সাংগঠনিক শক্তি ও মমতা ম্যাজিকের উপর ভিত্তি করেই পরপর তিন তিনবার ক্ষমতায় ফিরেছে ঘাসফুল। বিধানসভা ও পুরসভা নির্বাচন এবং লাগাতার উপনির্বাচনে তৃণমূলের উপরই আস্থা রাখছেন বঙ্গবাসী। জনসমর্থনকেই পাথেয় করে আগামীর সংকল্প নিয়েছে তৃণমূল। দলের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে দলের সকলকে। সারা বছর মানুষের পাশে থাকতে হবে।

জেলাওয়াড়ি বৈঠক সারছেন অভিষেক। ২৫ আগস্ট ক্যামাক স্ট্রিটের অফিসে পূর্ব বর্ধমান জেলার বিধায়ক ও জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক বসেন অভিষেক। জানা গিয়েছে, ব্লক সভাপতি বাছাই নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। জেলার প্রত্যেক বিধায়কের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেছেন অভিষেক। প্রত্যেকের বক্তব্যের নোটও নেওয়া হয়েছে। তারপর অভিষেক জেলা নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন এবং তারপরের বছর লোকসভা নির্বাচন। ফলে এমন কাজ করা যাবে না, যাতে মানুষ অসন্তুষ্ট হয়। শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন করার বার্তাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বুথস্তর থেকে দলকে মজবুত করার কথাও বলেছেন অভিষেক। জানা গিয়েছে, ২৫ আগস্টের বৈঠকে অভিষেক বলেছেন, এখন দল বড় হয়েছে। সকলকে সঙ্গে নিয়েই চলতে হবে। তাই সকলের মধ্যে সমন্বয় রাখা জরুরি সে বার্তাও তিনি দিয়েছেন। সমস্যা থেকে থাকলে, দলের অভ্যন্তরে আলোচনা মাধ্যমে তা সমাধান করার নিদান দিয়েছেন অভিষেক। প্রকাশ্যে বিবৃতি দিয়ে দলকে অস্বস্তির মুখে ফেলা যাবে না বলেও সতর্ক করেছেন তিনি। জেলা সভাপতিকে দলের জেলা নেতৃত্বের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার কথা বলা হয়েছে। ১৫ দিন পর পর কোর কমিটির বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম; এই তিন এলাকার দায়িত্ব এখন স্থানীয় বিধায়কদের দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই তিন এলাকার ভার আগে অনুব্রত মণ্ডল সামলাতেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc, #Party workers, #West Bengal

আরো দেখুন