কলকাতা বিভাগে ফিরে যান

ATK সরে গিয়ে মোহনবাগানের নামে জুড়তে পারে সুপার জায়ান্টস? জল্পনা ময়দানে

August 26, 2022 | < 1 min read

গত দুই বছর ধরে সমর্থকদের ক্ষোভ ও দুঃখ মোহনবাগানের নামের আগে এটিকে শব্দটি। তবে এবার সেই ক্ষোভ কমতে পারে। প্রিয় ক্লাবের নামের আগে থেকে সরে যেতে চলেছে এটিকে।

বৃহস্পতিবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠক হয়। বৈঠকের পর ক্লাবের সচিব দেবাশিস দত্ত জানান, ক্লাবের নামের আগে থেকে এটিকে সরানো নিয়ে চিঠি পাঠানো হবে সঞ্জীব গোয়েঙ্কাকে। ইতিপূর্বে সঞ্জীব গোয়েঙ্কাকে এই নিয়ে আবেদন করা হয়েছিল। এবার কার্যসমিতি থেকে সেই বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য আবেদন করা হচ্ছে।

সঞ্জীব গোয়েঙ্কা নিজের স্পোর্টস ব্র্যান্ড এসজি (সুপার জায়ান্টস) . সেগুলিকে গুলিকে এক ছাতার তলায়,আনতে চাইছেন তিনি। সঞ্জীব গোয়েঙ্কা IPL -এ লখনউ সুপার জায়ান্টস অধিগ্রহণ করেছেন। তাহলে কি মোহনবাগানের নামের পরে এসজি অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টস বসতে পারে? তখন কী বলবেন ক্লাবের সমর্থকরা?

TwitterFacebookWhatsAppEmailShare

#Sanjeev Goenka, #Football, #mohunbagan, #super giants, #Kolkata

আরো দেখুন