কাটল মেঘ: ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন প্রত্যাহার করে নিল ফিফা
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর থেকে নির্বাসন প্রত্যাহার করে নিল ফিফা। শুক্রবার রাতের এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভারতীয় ফুটবল সমর্থকরা। এআইএফএফের উপর সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) বসানোর জন্য গত ১৬ আগস্ট নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। ২৩ আগস্ট এই নির্বাসন তুলে দেওয়ার জন্য আবেদন করেছিল ফেডারেশন। আবেদনে বলা হয়, সিওএ সুপ্রিম কোর্টের নির্দেশেই অপসারিত হয়েছে। ফিফার নির্দেশিত গঠনতন্ত্র মেনে ২ সেপ্টেম্বর হবে নির্বাচন। প্রত্যাশামতোই নির্বাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ফিফা।
ফলে অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনও বাধা থাকল না। নির্ধারিত সূচি মেনেই তা আয়োজন করা হবে। পাশাপাশি, আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপের ম্যাচে। আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি।