খেলা বিভাগে ফিরে যান

জয়ের হ্যাট্রিক করে ডুরান্ডের নকআউট পর্বে মহামেডান স্পোর্টিং

August 27, 2022 | < 1 min read

ইস্টবেঙ্গল-মোহনবাগান যেখানে ডুরান্ড কাপে এখনও জয়ের মুখ দেখতে পায়নি, সেই টুর্নামেন্টেই মহামেডান স্পোর্টিং জয়ের হ্যাটট্রিক করে প্রতিযোগিতার নক আউট পর্বে পৌঁছে গেল। শনিবার সাদা কালো শিবির ২-০ গোলে হারাল ইন্ডিয়ান এয়ারফোর্সকে।

প্রথমার্ধে, খেলার ৩৩ মিনিটে, মহামেডান স্পোর্টিংয়ের হয়ে ওসমান গোল করেন। দ্বিতীয় গোল পেতে মহামেডান স্পোর্টিংকে অপেক্ষা করে থাকতে হয় ৮৭ মিনিট পর্যন্ত। হেডে দ্বিতীয় গোলটি করেন রাহুল পাসওয়ান। এছাড়াও অন্তত একটি গোলের সুযোগ নষ্ট করে কলকাতার সাদা কালো শিবির।

প্রসঙ্গত, ডুরান্ডে মহামেডান স্পোর্টিং পর পর এফসি গোয়া এবং জামশেদপুরকে প্রথম দুটি ম্যাচে হারায়। সেখানে ইস্টবেঙ্গল দুটি ম্যাচেই ড্র করেছে। মোহন বাগান একটি ম্যাচে ড্র করেছে, একটিতে হেরেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durand Cup, #Mohammedan Sporting Club, #durand cup 2022, #Knock out stage, #Football

আরো দেখুন