এক হাজার নতুন ই-ক্যাব নামানো হচ্ছে রাস্তায়, জানালো পরিবহন দপ্তর
রাস্তায় এক হাজার নতুন ই-ক্যাব নামাবে রাজ্য সরকার। শনিবার সদ্য দায়িত্ব প্রাপ্ত পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন একটি বেসরকারি সংস্থার সঙ্গে তাঁর দপ্তরের এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে । পরিবেশবান্ধব পরিবহণ চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিকল্প জ্বালানি হিসেবে সিএনজি এবং ই-পরিবহণের ব্যবহার বাড়ানো হবে, জানিয়েছেন মন্ত্রী। ১৫ বছরের পুরনো গাড়ির ব্যবহার ধাপে ধাপে কমিয়ে ব্যাটারি চালিত ইলেকট্রিক বাসের সংখ্যা বাড়ানো হবে, বলেন মন্ত্রী।
পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষের সাহায্যার্থে পরিবহণের বিভিন্ন ক্ষেত্রকে অনলাইন ব্যবস্থার অধীনে আনা হবে। বাড়িতে বসে অনলাইনেই গাড়ির রেজিস্ট্রেশন, নাম বদল-সহ একাধিক পরিষেবা মিলবে। পরিবহণ দফতরের বাহন পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে ঋণদানকারী সংস্থাগুলিকেও। এর ফলে গাড়ি সম্পর্কিত তথ্য ঋণদানকারী সংস্থাগুলি সহজেই জানতে পারবে। এতে উপভোক্তাদের সশরীর উপস্থিতি এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।