কলকাতা বিভাগে ফিরে যান

করোনা কাটিয়ে চেনা ছন্দে কুমোরটুলি, অনলাইনে দুর্গা প্রতিমা বিক্রির ধুম

August 28, 2022 | < 1 min read

ফাইল ছবি। সৌজন্যেঃ Adobe Stock

দু-বছরের ভয়ঙ্কর অতিমারি পেরিয়ে ফের চেনা ছন্দে উমা আরাধনায় ভাসতে চলেছে বাংলা। গত দু-বছর করোনার কারণেই রাজ্যের বাইরে বা বিদেশে খুব একটা পুজো হয়নি। যার ফলে হতাশার মধ্যে দিন কেটেছে কুমোরটুলির প্রতিমা শিল্পীদের। যদিও সেই সময় পটুয়া পাড়ার কয়েকজন বড় শিল্পীরা অনলাইনে কিছু মাতৃ প্রতিমা বিক্রি করেছিলেন।

কিন্তু চলতি বছর ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। বারোয়ারি পুজো থেকে বাড়ির পুজো, ফের ফিরছে চেনা ছন্দে। এখন অনলাইনেও প্রতিমা মিলেছে। করোনা মিটলেও, অনলাইনে প্রতিমা বিক্রি ক্রমেই বাড়ছে। ওয়েবসাইটের মাধ্যমেই দেশ ও রাজ্যের বাইরে প্রতিমার অর্ডার আসছে। শিল্পীরা বলছেন বেশিরভাগ অর্ডার অনলাইনেই হচ্ছে।

অনলাইনে প্রতিমা বিক্রির ফলে ঠাকুর বানিয়ে ক্রেতার আশায় বসে থাকার দিন শেষ। কুমোরটুলির নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে নব দিগন্ত উন্মোচিত হয়েছে। নিজেদের কাজকে তারা গোটা বিশ্বে পৌঁছে দিতে পারছেন। ক্রেতাদের জন্যে বিশেষ সুবিধাও রাখছেন তারা, অনেকে প্রতিমার মজুরির ওপর দিচ্ছেন ছাড়, কেউ কেউ আবার ডেলিভারি চার্জ নিচ্ছেন না।

আগে শহরের নামী শিল্পীদেরই কেবল প্রতিমা বিক্রির ওয়েবসাইট ছিল। এখন অনেকেই ওয়েবসাইট ব্যবহার করছেন। কুমোরটুলির মৃৎশিল্পীরা আমেরিকা, ব্রিটেনসহ ইউরোপের একাধিক দেশে প্রতিমা পাঠিয়েছেন। জানা যাচ্ছে, চলতি বছর এ পর্যন্ত কুমোরটুলি থেকে বিভিন্ন দেশে প্রায় ৬৬টি ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমা পাড়ি দিয়েছে। কুমোরটুলির নতুন-পুরনো, খ্যাত-অখ্যাত সব শিল্পীরাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ বছর অনলাইনে ভালই ব্যবসা

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Durga Idol, #Kumortuli, #durga Pujo

আরো দেখুন