অব্যাহত পতন! সোমবার বাজার খুলতেই এক ধাক্কায় ৩৪ পয়সা পড়ল টাকার দাম
টাকার দামের পতন চলছে। আবারও রেকর্ড পতন! সোমবার বাজার খুলতেই কমল টাকার দাম। বর্তমানে এক মার্কিন ডলারের দাম আশি টাকা এগারো পয়সায় গিয়ে পৌঁছল। উল্লেখ্য, শুক্রবার ২৬ আগস্ট বাজার বন্ধ হওয়ার সময়ে এক মার্কিন ডলারের দাম ছিল ৭৯ টাকা ৮৭ পয়সা। সপ্তাহে প্রথম দিনেই এক ধাক্কায় ৩৪ পয়সা পড়ে গেল টাকার দাম।
তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য টাকার দাম যে কমবে, তা প্রত্যাশিতই ছিল। এখনও টাকার মূল্য আশির নীচে নামেনি। অন্যদিকে, বিনিয়োগকারীদের বক্তব্য, অদূর ভবিষ্যতে মুদ্রাস্ফীতির সমস্যার সমাধান করতে হবে। ফলে ফের একবার রেপো রেট বাড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। একদিকে মার্কিন ডলারের দামও লাফিয়ে লাফিয়ে বেড়েছে, অপরদিকে ক্রমেই ভারতীয় মুদ্রার উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছু সময় ধরেই লাগাতর টাকার দাম আশির গণ্ডি পেরিয়ে যাচ্ছে, এমতবস্থায় পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আবারও হস্তক্ষেপ করবে। সেক্ষেত্রেও টাকার দাম বৃদ্ধি পাওয়ার বিষয়ে ওয়াকিবহাল মহল আশাবাদী নয়।
টাকার দামের লাগাতার পতনের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। আইএফএ গ্লোবাল জানিয়েছে, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, দুর্বল অভ্যন্তরীণ বাজার, ডলার মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়া ও বিদেশি পুঁজি কমে যাওয়ার কারণে দেশীয় মুদ্রার উপর প্রভাব পড়ছে। সেই কারণেই টাকার দাম পড়ছে, এবং চলতি বছরে বারবার টাকার দামের রেকর্ড পতন ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, টাকার দামে পতনের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।