‘শাহেনশাহরা এত টাকা পাচ্ছে কোথা থেকে?’ বিজেপিকে আক্রমণ মমতার
সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি’কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪-এ কেন্দ্রে বিজেপি সরকারকে হটানোর বিষয়ে দৃঢপ্রতিজ্ঞ মমতা। এদিনের বক্তব্যে তা আরও একবার জানালেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি শূন্য হয়ে যাবে বলেও চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা। তাঁর কথায়, বিহার চলে গিয়েছে। আরও কয়েকটা রাজ্য বিজেপির হাতছাড়া হবে নির্বাচন হোক, দেখতে পাবেন। ২৪-এর লোকসভা ভোটে বিজেপি শূন্য হয়ে যাবে।
এদিন তৃণমূল নেত্রী বিজেপি’র অর্থের জোগান নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কোটি-কোটি টাকা খরচে বৈদিক ভিলেজে প্রশিক্ষণ শিবির করছে বিজেপি। সেই শিবিরকে ‘বিজেপির বৃন্দাবন’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর খোঁচা, ‘ওটা ক্রন্দন শিবির নাকি মন্থন শিবির?’ রবিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সোমবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে সভায় আয়োজন করেছিল ছাত্র সংগঠন। সেই সভামঞ্চ থেকেই ইডি-সিবিআই থেকে মহারাষ্ট্রের সরকার বদল, চিন্তন শিবির থেকে চব্বিশের লোকসভা নির্বাচন, প্রায় সমস্ত ইস্যুতেই বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তহবিল নিয়ে তাঁর প্রশ্ন, ‘শাহেনশাহরা এত টাকা পাচ্ছে কোথা থেকে?’
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাই কোর্টে মামলা ইস্যুতে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। বললেন, ”ওগুলো কি আমার সম্পত্তি? আমরা সবাই আলাদা আলাদা পরিবার। মায়ের দায়িত্ব ছিল আমার। সকলের পরবর্তী প্রজন্ম হয়েছে, তারা উপার্জন করেছে। আমার তো সব ডকুমেন্ট দেওয়াই আছে। আমি বলি, এই মামলা ইন্টারন্যাশনাল আদালতে হোক।”
সিবিআই, ইডির হাতে ধৃত দলীয় নেতাদের নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে। কিন্তু এসব কী চলছে? ববি চোর, অভিষেক চোর, মমতা চোর? সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে টানা! আর বিজেপির সবাই সাধু?” তীব্র আক্রমণ নেত্রীর।
মমতা বলেন, মহারাষ্ট্রে টাকা দিয়ে সরকার ফেলা হয়েছে। ঝাড়খণ্ডেও সরকারকে ফেলার চেষ্টা হচ্ছে। মহারাষ্ট্র সরকার ভাঙার টাকা কে দিয়েছে? টাকা কোথা থেকে এসেছে?
বাগদার ধর্ষণ কাণ্ড নিয়ে এদিন মুখ খুলতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, সীমান্তে মা-মেয়েদের সম্মান লুঠ করছে বিএসএফ, এই জন্যে ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার তাদের ক্ষমতা বাড়ানো হল?