রাজ্য বিভাগে ফিরে যান

দূর্গা পুজোর অনুষ্ঠানের পর মমতার গাড়িতে মহারাজ! নতুন সমীকরণ নিয়ে জল্পনা শুরু

September 1, 2022 | < 1 min read

২০২১-এর ভোটের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিজেদের শিবিরে টানতে মরিয়া চেষ্টা করেছিল বিজেপি, এরকম আভাস পাওয়া গেছিল। ২০২২-এর মে মাসে সৌরভের বেহালার বাড়িতে নৈশভোজ সারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর মহারাজ বা তাঁর স্ত্রী ডোনার রাজ্যসভায় মনোনয়ন পাওয়া নিয়ে বিপুল জল্পনা শুরু হয়।

আগস্ট মাসেও দিল্লিতে একটি অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া অ্যাথলিটদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কেন্দ্রের তরফে আয়োজিত সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গ যখনই উঠেছে, মহারাজ তা উড়িয়ে দিয়েছেন। এর আগে নির্বাচন যখনই এসেছে, সৌরভের নাম উঠেছে কিন্তু নিজের গায়ে রাজনীতির ছিটেফোঁটা লাগতে দেননি তিনি।

আজ দুর্গাপুজো নিয়ে UNESCOকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন মহারাজ। UNESCO-র আধিকারিকদের সম্মাননা জানান তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রীর পাশে থেকে অসংখ্য ছবি তোলেন তিনি। অনুষ্ঠান চলাকালীন দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে খোশমেজাজে কথোপকথন চলছে মহারাজের। এরপরে, অনুষ্ঠান শেষ হবার পর, মুখ্যমন্ত্রীর গাড়িতে করেই তিনি সভামঞ্চ ছাড়েন।

এই ঘটনার পর স্বভাবতই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি নতুন কোন সমীকরণ হল? তাহলে কি গেরুয়া শিবিরের হাতছানি থেকে মুক্তি চাইছেন সৌরভ? কী কথা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহারাজের? খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে সেই সংবাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2022, #West Bengal, #Mamata Banerjee, #Sourav Ganguly, #durga Pujo

আরো দেখুন