রাজ্য বিভাগে ফিরে যান

বেলুড়ের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প উদ্যোগ, বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা

September 2, 2022 | < 1 min read

রাজ্যের লক্ষ্য শিল্পায়ন। বেলুড়ের বন্ধ কারখানা নিস্কোর জমিতে আবারও গড়ে উঠবে শিল্প। বহু মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই কারণেই রাজ্যের পরিকল্পনা অনুযায়ী, লিলুয়া ফ্লাইওভার থেকে নিস্কো কারখানা পর্যন্ত প্রায় ১২০০ মিটার চওড়া রাস্তা তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। সম্প্রতি ওই জমিতেই আদানি শিল্পগোষ্ঠীর উদ্যোগে বিপুল অঙ্কের বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। শিল্পগোষ্ঠীর তরফে ওই জমি পরিদর্শন হয়ে গিয়েছে। সেই সঙ্গেই রাজ্যের সঙ্গে এক প্রস্থ কথাও সেরে ফেলেছে আদানি গোষ্ঠী?

রাস্তাটি তৈরির ক্ষেত্রে কিছু সমস্যার উদয় হয়েছে। রাস্তা তৈরির জন্যে প্রয়োজনীয় জমির মধ্যে, বেশ কিছু বেআইনি দখলদার এবং বেসরকারি সম্পত্তি পড়ছে। বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় ও প্রশাসনের আধিকারিকদের এই জমি জট কাটানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর বালির বিধায়ক, হাওড়ার এডিএম (ল্যান্ড), এসডিও হাওড়া সদরসহ রাজ্য সরকারের আধিকারিকরা স্থানীয় এলাকা পরিদর্শন করেন। গোটা বিষয়টি খতিয়ে দেখেন। রাস্তা তৈরির সমস্যা দূর করতে দীর্ঘক্ষণ আলোচনাও করেন। বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের কথায়, তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফলত সমস্যা সমাধান দ্রুত হবে। ওয়াকিবহাল মহলের ধারণা নিস্কো কারখানায় নতুন করে শিল্প উদ্যোগের যে সম্ভাবনা দেখা দিয়েছে, তা বাস্তবায়িত হওয়া কেবল সময়ের অপেক্ষা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Belur, #new industry

আরো দেখুন