বিমানবন্দরের কন্ট্রোল রুমে ঢুকে জবরদস্তি! এফআইআর বিজেপি সাংসদ নিশিকান্ত, মনোজের বিরুদ্ধে
বিমান ওড়ানোর জন্য দেওঘর বিমানবন্দরের কর্মীদের জোর করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারির বিরুদ্ধে।
দেওঘর বিমানবন্দরে বিমান ওঠা-নামা শুরু হলেও এখনও রাতের উড়ানে অনুমতি নেই। কিন্তু দুই বিজেপি নেতা নিশিকান্ত দুবে ও মনোজ তিওয়ারি তাঁদের চার্টাড বিমানকে ছাড় দেওয়ার জন্য জবরদস্তি শুরু করেন। নিরাপত্তার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তা মানতে না চাইলে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে ঢুকে জবরদস্তি করেন বলে অভিযোগ দুই গেরুয়া নেতা-সহ ৯ জনের বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
এদিকে বিজেপি নেতাদের এই কাণ্ড প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে টুইট করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, “বিজেপি নেতাদের বেলায় কেন নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এই ঘটনার ব্যাখ্যা দেবেন?”