খেলা বিভাগে ফিরে যান

রবিবার এশিয়া কাপে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান, বাড়ছে উত্তেজনার পারদ

September 3, 2022 | < 1 min read

রবিবার, ৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপে (Asia Cup 2022) দ্বিতীয়বারের জন্য ভারত – পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি। শুক্রবার হংকংকে হারিয়ে সুপার ফোরে উঠেছে পাকিস্তান। এবার ক্রীড়া সূচী অনুযায়ী রবিবারই আবার হাই ভোল্টেজ ম্যাচ। গ্রুপ লিগের পর শুরু হচ্ছে সুপার ফোর। তারপর ফাইনাল। ক্রীড়া সূচি অনুযায়ী আবার এক রবিবার ফাইনাল। সেখানেও ভারত – পাকিস্তান ম্যাচ হয়ে যাওয়ায় সম্ভাবনা নাকি শতকরা ৯৮ ভাগ। দুভাগ আফগানিস্তানের দিকে।

শারজা হোক বা দুবাই, মরু শহরে ভারত – পাকিস্তান ম্যাচ মানেই অন্য আবেগ। রেকর্ডে ইমরান, কপিল দেব থেকে আকিব জাভেদ, আক্রম, ইউনিস, আজাহার, তেন্দুলকর, জাহির খান, আগরকরদের বীরগাথা লেখা আছে। বলিউডের নানা সিনেমায় উঠে এসেছে এই প্রতিযোগিতার কথা। দুই দেশের নাগরিকরা এই ম্যাচের দিন টিভির পর্দায় ডুবে থাকেন। আগে, এক দিনের আন্তর্জাতিকের সময়, পরিসরটা অনেকে বড় ছিল, টি টোয়েন্টিতে অল্প। কিন্তু আবেগ সেই আকাশছোঁয়াই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Asia Cup 2022, #India Vs Pakistan

আরো দেখুন