গ্রামোন্নয়নের কাজ খতিয়ে দেখতে কড়া নির্দেশিকা নবান্নের
কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ সহ বেশ কিছু প্রকল্পের রাজ্যের জন্য বরাদ্দ টাকা বন্ধ করেছে। আশঙ্কা তৈরি হয়েছে এর জেরে রাজ্যের গ্রামীণ এলাকার উন্নয়ন ব্যাহত হবে। এই আবর্তে নবান্ন (Nabanna) নির্দেশিকা জারি করল গ্রামোন্নয়নের কাজের সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যথার্থ নজরদারি নিশ্চিত করতে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নেওয়া কাজগুলি পরিদর্শন করে, তার রিপোর্ট জমা দেওয়ার নিয়ম ও সময়সূচি বেঁধে দেওয়া হল নির্দেশিকায়।
এই নিয়ম অনুযায়ী নিয়মিত পরিদর্শন চালাতে হবে এবং নির্দিষ্ট ফরম্যাটে তার রিপোর্ট পাঠাতে হবে। রাজ্য সরকার এবার তিনটি স্তরের রিপোর্ট জমা দেওয়ার জন্য আলাদা আলাদা ফরম্যাটও তৈরি করে দিয়েছে। একটি নির্দিষ্ট পোর্টালও তৈরি করা হয়েছে এই রিপোর্ট জমা দেওয়া সহজ করতে। রাজ্যস্তর থেকে এই পোর্টালের মাধ্যমেই নজরদারি চালানো হবে যে এই পরিদর্শন হচ্ছে কি না।
জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে মাসে অন্তত একটি পঞ্চায়েত সমিতি এবং একটি গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যাওয়ার। এছাড়াও সংশ্লিষ্ট অতিরিক্ত জেলাশাসক (গ্রামোন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত) এবং মহকুমা শাসক, মহকুমা স্তরে নিযুক্ত ডেপুটি কালেক্টরদেরও পরিদর্শনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসে অন্তত তিনটি করে গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে যেতে হবে বিডিও এবং জয়েন্ট বিডিওদের। ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের ২০৫ ধরা অনুযায়ী এই পরিদর্শন চালানো এবং রিপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে।