দেশ বিভাগে ফিরে যান

উপরাষ্ট্রপতি ধনখড়ের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল

September 3, 2022 | < 1 min read

উপরাষ্ট্রপতি নির্বাচনের পরে মোটামুটি সবকটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিরা জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করে এসেছে। বাকি ছিল তৃণমূল কংগ্রেস। আগামী ৬ সেপ্টেম্বর বেলা ২:৩০ নাগাদ তৃণমূলের এক চার প্রতিনিধি দল যাচ্ছে উপরাষ্ট্রপতি সঙ্গে দেখা করতে।

সূত্রের খবর এই দলটির প্রতিনিধিত্ব করবেন রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়। এই প্রতিনিধি দলে থাকবেন দোলা সেন, সুস্মিতা দেব এবং ডঃ শান্তনু সেন। ধনখড়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। পশ্চিম বঙ্গের রাজ্যপাল থাকাকালীন অভিযোগ উঠেছিল ধনখড় বিজেপি দপ্তরের শেখানো বুলি আওড়াচ্ছেন বা বিজেপি নেতাদের অঙ্গুলিলেহনে রাজ্য সকারের কাজে বাধা দিচ্ছেন।

উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ধনখড় এখন সংসদে রাজ্যসভার চেয়ারম্যান। তাই তৃণমূলের রাজ্যসভার সাংসদরাই সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন তাঁর সঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Delegates, #Vice President of India, #Jagdeep Dhankhar, #tmc

আরো দেখুন