খেলা বিভাগে ফিরে যান

বিফলে কোহলির দুরন্ত ইনিংস, দ্বিতীয় ভারত-পাক দ্বৈরথে হার Team India-র

September 4, 2022 | 2 min read

ব্যাক টু ব্যাক সুপার সানডে। উপমহাদেশের মাটিতে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথ হল ভারত-পাক বাইশ গজের লড়াই। যা দেখার জন্যে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। চলতি এশিয়া কাপের দ্বিতীয় ভারত-পাক মহারণ জিতে নিল পাকিস্তান। বিফলে বিরাটের ইনিংস, হার দিয়ে সুপার ফোরের লড়াই শুরু ভারতের। হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচে শেষ ওভার পর্যন্ত গড়িয়েছিল। এক বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। পাঁচ উইকেটে পরাজিত হল ভারত (India)।

চলতি এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত। দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার। অধিনায়ক রোহিত ও কে এল রাহুল পাঁচ ওভারের মধ্যেই স্কোর বোর্ডে ৫৪ রান তোলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৮১ রান তুলল টিম ইন্ডিয়া। ১৬ বলে ২৮ করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। আরেক ওপেনার রাহুলও ফিরলেন ২৮ রানেই। আরেক দিক থেকে ম্যাচ ধরে রেখেছিলেন কিং কোহলি। রাজার মতোই রানে ফিরলেন তিনি। তিনি যে বড় ম্যাচের খেলোয়াড়, সে পরিচয় নিজেই দিলেন। ছক্কা হাঁকিয়ে নিজে হাফ সেঞ্চুরি করেন বিরাট।

এদিন বড় ইনিংস খেলতে পারলেন না সূর্য কুমার। ১৩ রানের মাথায় সুইপ মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেললেন। ভারতের ১০০ পূর্ণ হয়ে গিয়েছিল ১০.৪ ওভারে, যা পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টিতে ভারতের দ্রুততম ১০০। ঋষভ পন্থও তেমন কিছু করতে পারলেন না, সুইচ হিট মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ১৪ রানে ফিরলেন প্যাভিলিয়নে। শূন্য রানে ফেরেন হার্দিক। হাসনিনের বলে মিড অনে ধরা দিলেন হার্দিক। দীপক ব্যক্তিগত ১৬ রান করেন। পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানের বোলিং নজর কেড়েছে। দুটি উইকেট গিয়েছে তার ঝুলিতে।

শেষ ৫৬ বলে ৮১ রানের তোলে ভারত। ৬০ রানে রান আউট হন বিরাট। শেষ ওভারে বিষ্ণোই দুটি চারে ভর করে পাকিস্তানের সামনে ১৮২ রানের লক্ষ্য রাখে ভারত। রান তাড়া করতে নেমে ১৪ রানে পাক অধিনায়ক বাবরকে ফেরান বিষ্ণোই। ১৫ রানে ফকর জামানকে ফিরিয়ে পাকিস্তানকে (Pakistan) দ্বিতীয় ধাক্কা দেন চাহাল। অর্ধশত রান পূরণ করে দলকে টানতে থাকেন রিজওয়ান। নাওয়াজের উইকেটটি নেন ভুবনেশ্বর কুমার। ১৭ তম ওভারে ৭১ রানে হার্দিকের বলে সূর্য কুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রিজওয়ান।

৫১ বলে ৭১ রান করে জয়ের নায়ক হয়ে রইলেন মহম্মদ রিজওয়ান। তৃতীয় উইকেটে ৪১ বলে ৭৬ রানের পার্টনারশিপ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিজওয়ান ও মহম্মদ নওয়াজ। ১৯ তম ওভারে ভুবনেশ্বর কুমার ১৯ রান দেওয়ার ম্যাচ পুরোপুরিই পাকিস্তানের অনুকূলে চলে যায়। প্রথম ক্যাচ ফেললেও আসিফ আলিকে ১৬ রানে ফেরান আর্শদীপ। কিন্তু ক্যাচ গলিয়েই ম্যাচ হাত থেকে গলিয়ে ফেলে টিম ইন্ডিয়া। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি টিম ইন্ডিয়া। স্লো ওভার রেটের জেরে শেষ ওভারে ৩০ গজ বৃত্তের ভেতরে একজন বাড়তি ফিল্ডার রাখতে বাধ্য হন অধিনায়ক রোহিত শর্মারা। এতেও বাড়তি সুযোগ পায় পাক শিবির। এক বল বাকি থাকতেই বদলার জয় পেল পাকিস্তান।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #pakistan, #Asia Cup 2022

আরো দেখুন