দেশ বিভাগে ফিরে যান

সত্যি হল জল্পনা, নয়া দল গড়ার ঘোষণা গুলাম নবি আজাদের

September 4, 2022 | < 1 min read

অবশেষে সত্যি হল জল্পনা। নতুন দল নিয়েই রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছে গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। দীর্ঘদিন ধরেই নিজের সদ্য প্রাক্তন দল কংগ্রেসের বিরুদ্ধে সরব ছিলেন এই প্রবীণ রাজনীতিক। কদিন আগেই কংগ্রেস (Congress) ছাড়েন। তারপর থেকেই আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরম্ভ হয়েছিল। তিনি কি দল গড়বেন নাকি বিজেপির হাত ধরবে, সেই প্রশ্নে দ্বিধাবিভক্ত ছিল রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

অবশেষে আজ ৪ সেপ্টেম্বর নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন গুলাম নবি আজাদ। জম্মুতে প্রাকশ্য সমাবেশ থেকেই আগামীর পরিকল্পনা ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস (Congress) নেতা। যদিও অদ্যাবধি দলের নাম ঠিক করেননি তিনি। কেবল জানিয়েছেন, জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে লড়বে তার দল।

নয়া দল গড়ার কথা বলে আজাদ জানান, জম্মু-কাশ্মীরের মানুষই দলের নাম ঠিক করবে। দলের পতাকা কেমন হবে তাও সমর্থকরাই ঠিক করবেন। আজাদ জানিয়েছে, দলের হিন্দুস্থানী নাম দিতে চান তিনি, যাতে সকলে সেই নামের অর্থ বুঝতে পারে। কাশ্মীরবাসীর জমি এবং কাজের অধিকারের দাবি নতুন দল নিয়ে পথে নামবেন বলেও জানিয়েছেন আজাদ। এদিনও কংগ্রেস নেতাদের আক্রমণ করতে ছাড়েননি গুলাম নবি আজাদ। অধুনা কংগ্রেস (Congress) টুইটারে সীমাবন্ধ, সেই কারণেই কংগ্রেস লড়াইয়ের ময়দান থেকে দূরে সরে যাচ্ছে, বলে সরাসরি অভিযোগ করেন আজাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#JAMMU AND KASHMIR, #Ghulam Nabi Azad, #bjp

আরো দেখুন