দেশ বিভাগে ফিরে যান

প্রয়াত সাইরাস মিস্ত্রি, পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানের

September 4, 2022 | < 1 min read

পথ দুর্ঘটনায় মারা গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান তথা শিল্পপতি সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে ৩:১৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের পালঘরের কাছে গাড়ি দুর্ঘটনা ঘটে। সূর্য নদীর ওপর অবস্থিত এক সেতুর ওপর ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, চাটোরি সেতুর উপরে সাইরাসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়।

আমদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। গাড়িতে চারজন ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হন সাইরাস মিস্ত্রি এবং তার গাড়ি চালক ও আরও একজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সাইরাসকে মৃত বলে ঘোষণা করেন।
​​
সাইরাসের বয়স হয়েছিল ৫৪ বছর। ২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে বাবা পালোনজি মিস্ত্রির অবসরের পর সাইরাস বোর্ডে যোগ দিয়েছিলেন। পালোনজি মিস্ত্রির ছেলে সাইরাস ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছিলেন। ২০১৬ সালে টাটা সন্স বোর্ড চেয়ারম্যান পদে তার বদলে নটরাজন চন্দ্রশেখরনকে নিয়ে আসে। সাইরাসের আকস্মিক মৃত্যুতে শিল্প জগতে শোকের ছায়া নেমে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #TATA, #Cyrus Mistry, #TATA GROUP FORMER CHAIRMAN

আরো দেখুন