রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮১, সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ

September 4, 2022 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১৮১ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৭ হাজার ৮৮৮। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ১ জন।  

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৭৩ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৪ হাজার ২৪৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৮   শতাংশ।  

একদিনে ৭ হাজার ৮৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.৩১  শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৪৩ হাজার ২৫২ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১ কোটি ৪০ লক্ষ ৭২ হাজার ১৫৭ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।   

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid19, #Corona West Bengal, #Covid Update, #West Bengal

আরো দেখুন