দেশ বিভাগে ফিরে যান

বিভাজন বন্ধ করে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে, বললেন শিল্পপতি নাদির গোদরেজ

September 5, 2022 | < 1 min read

গোদরেজ গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর নাদির গোদরেজ, ছবি সৌঃ PTI

গোদরেজ গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর নাদির গোদরেজ (Nadir Godrej) বলেন, ‘‘আমাদের দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। বন্ধ করতে হবে বিভাজন। অর্থনীতির উন্নতির জন্য যে সেটা প্রয়োজন, আমি নিশ্চিত তা সরকার জানে।’’

সম্প্রতি এক বইপ্রকাশ অনুষ্ঠানে বক্তৃতায় সম্প্রীতি, স্বাধীন মতামত, অর্থনীতি নিয়ে এই ধরনের মন্তব্য করেন দেশের বিশিষ্ট এই শিল্পপতি। তিনি আরও বলেন, ‘‘শিল্প ক্ষেত্রেরও উচিত সকলকে নিয়ে চলার চেষ্টা করা। সরকারকে এ বিষয়ে আরও উদ্যোগী হতে হবে।’’

২০১৯ সালে নাদিরের দাদা তথা গোদরেজ গোষ্ঠীর (Godrej Industries board) আর এক শীর্ষ কর্তা সরকারকে সতর্ক করে বলেছিলেন, ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং বিদ্বেষমূলক অপরাধ অর্থনীতির অগ্রগতিকে ধাক্কা দিতে পারে। ওই বছরই প্রয়াত শিল্পপতি রাহুল বাজাজ এক অনুষ্ঠানে মোদী সরকারের উদ্দেশে বলেছিলেন, ‘‘ভয়ের পরিবেশ তৈরি হয়েছে মানুষের মনে। আপনারা ভাল কাজ করছেন। তা সত্ত্বে‍ও প্রকাশ্যে কেন্দ্রের সমালোচনা করলে সরকার সেই সমালোচনা ভাল ভাবে নেবে। সেই আত্মবিশ্বাস আমাদের নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #modi govt, #Nadir Godrej, #Godrej Industries board

আরো দেখুন