রাজ্য বিভাগে ফিরে যান

বাগদার গণধর্ষনের প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের ৪৮ ঘণ্টার ধর্ণা কর্মসূচি

September 6, 2022 | < 1 min read

ধর্মতলায় তৃণমূলের মহিলা মোর্চার ধর্না। ছবি: ফেসবুক

সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাগদার ভারত-বাংলাদেশ সীমান্তে শিশুকন্যার সামনেই মা-কে গণধর্ষণের অভিযোগে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। বাগদায় গিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় তোপ দাগেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। বিএসএফের হাতে বাগদায় মহিলার লাঞ্ছনার অভিযোগ প্রসঙ্গে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার কলকাতায় গান্ধী মূর্তির সামনে টানা ৪৮ ঘণ্টার ধর্ণা শুরু করল মহিলা তৃণমূল কংগ্রেস (TMC)। নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বাগদায় বিএসএফের বিরুদ্ধে নারী নির্যাতন, বিলকিস বানো ধর্ষণ-মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তির প্রতিবাদে টানা ২ দিন মহিলা তৃণমূল কর্মীদের ধর্না চলবে বলে জানালেন চন্দ্রিমা।

সম্প্রতি বিলকিস বানো-কাণ্ডে (Bilkis Bano) সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর কড়া সমালোচনা করে তৃণমূলও। এবার এই সব কারণকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে ধর্নায় বসল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bilkis bano, #tmc, #Chandrima Bhattacharya

আরো দেখুন