খেলা বিভাগে ফিরে যান

১৬ সেপ্টেম্বের ইডেনে লেজেন্ডস লিগের উদ্বোধন, থাকতে পারেন ‘বিগ বি’

September 6, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: Deccan Chronicle

১৬ সেপ্টেম্বের ইডেনে লেজেন্ডস লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন ভারতের তিন সেরা অধিনায়কক, কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনি। ছ’বছর আগে ভারত-পাকিস্তান ম্যাচের আগের মতো আবারও অমিতাভ বচ্চনকে ইডেনে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যেতে পারে। প্রসঙ্গত, এই লেজেন্ডস লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন অমিতাভ বচ্চন।

১৬ সেপ্টেম্বের ইডেনে লেজেন্ডস লিগের উদ্বোধনী ম্যাচে খেলার কথা ছিল সৌরভের। কিন্তু সেটা হচ্ছে না। তবু, আয়োজকদের তরফ থেকে থাকবে বিভিন্ন চমক থাকবে। লেজেন্ডস লিগের তিনটে ম্যাচ রয়েছে ইডেনে।

উদ্বোধনী ম্যাচের কপিল, সৌরভ, ধোনিদের বিশেষ সংবর্ধনাও দেওয়া হবে। জানা যাচ্ছে, বেশ কিছু বলিউডের তারকাকেও এই লেজেন্ডস লিগে পারফর্ম করতে দেখা যেতে পারে। এছাড়া ক্রিস গেইলের মত প্রাক্তন তারকারএই লিগে খেলতে দেখা যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Legends League, #amitabh bachchan, #Eden Gardens

আরো দেখুন