দেশ বিভাগে ফিরে যান

কমছে উৎপাদন, আবার বাড়তে পারে তেলের দাম?

September 6, 2022 | < 1 min read

সোমবার তেলের (Oil) উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক (Organization of the Petroleum Exporting Countries) ভুক্ত দেশগুলি। ঠিক হয়েছে, তারা প্রতিদিন যা তেল উৎপাদন করা হয়ে থাকে, তার থেকে ১ লাখ ব্যারেল কম তেল উৎপাদন কম করবে। উৎপাদন কমলে বাড়তে পারে জ্বালানির সংকট এবং অবশ্যই দাম।

এমন একটা আশঙ্কার কথা শোনা যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। ওপেক ও সহযোগী দেশগুলির আয় কমছিল অপরিশোধিত তেলের দাম পড়তে থাকায়। তাই তারা যোগান বা উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করছিল। তবে এ ব্যাপারে একমত ছিল না ওপেকভুক্ত সব দেশ, এরকমই জানা গেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপের বড় দেশগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া (Russia)। এর মধ্যে সংকট আরও বাড়ল ওপেক(Opec) ও সহযোগীরা উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়। এর প্রভাব শুধু ভারতেই নয়, পড়বে সারা বিশ্বজুড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#oil prices, #oil price hike, #OPEC, #Organization of the Petroleum Exporting Countries, #crude oil

আরো দেখুন