দেশ বিভাগে ফিরে যান

২০২৪-এ কমতে পারে বিজেপির আসন? দলীয় রিপোর্টে ড্যামেজ কন্ট্রোলে শাহ-নাড্ডা

September 7, 2022 | < 1 min read

২০২৪’এর লোকসভা নির্বাচনে গরিষ্ঠতা হারানোর আশঙ্কায় বিজেপি, এরকমই খবর সংবাদ মাধ্যমে। বিজেপির দলীয় রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, ২০২৪-এর লোকসভা ভোটে ২০১৯ সালে জেতা বহু আসন হাতছাড়া হতে পারে । ফলে বিজেপির শীর্ষ নেতারা মরিয়া হয়ে নেমে পড়েছেন বিকল্প খুঁজতে। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদরদপ্তরে অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দলের প্রথম সারির নেতামন্ত্রীদের নিয়ে ড্যামেজ কন্ট্রোল বৈঠকে বসেন। নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দেওয়া হয় নেতাদের।

লোকসভার ম্যাজিক ফিগার ২৭২। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই জিতেছিল ৩০৩টি আসন আর এনডিএ-র মোট আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিলে ৩৫১-এ। শরিকদের ছাড়াই বিজেপি ২০১৪ এবং ২০১৯, দু’বারই এককভাবে সরকার গড়ার মতো আসন পেয়েছিল। কিন্তু এবার দলীয় রিপোর্ট অন্যরকম কথা বলতেই দলের রণকৌশল হিসেবে নতুন করে প্রায় দেড়শো আসন চিহ্নিত করছে বিজেপি।নেতামন্ত্রীদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে, এই নতুন আসনগুলিতে জিততে হবে। যে আসনগুলি হাতছাড়া হবে, নতুন জয় করা কেন্দ্রগুলি সেই ক্ষতি পূরণ করবে ।

জানা যাচ্ছে, বিগত তিন বছরের বিধানসভা অথবা অন্য নির্বাচনের গতিপ্রকৃতি দেখে দেড়শো আসন বাছাই করা হচ্ছে, যেগুলিতে বিজেপির জয়ের মৃদু সম্ভাবনা আছে।এর মধ্যে বেশ কয়েকটিতে গত দু’বারের লোকসভা ভোটে স্বল্প ব্যবধানে পরাস্ত হয়েছেন গেরুয়া প্রার্থী। গরিষ্ঠতা হারানোর আশঙ্কায় এখন এই হাতছাড়া আসনগুলিকেই ভরসা করছে মোদী-শাহের দল। জানা গেছে, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, পাঞ্জাবের উপর বেশি জোর দিচ্ছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Amit shah, #bjp, #JP Nadda, #Lok Sabha Election 2024

আরো দেখুন