← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যের মুকুটে নয়া পালক, অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সেরা বাংলা
বাংলার মুকুটে নয়া পালক, এবার বাণিজ্যেও এগিয়ে বাংলা। অল ইন্ডিয়া ট্রেড টেস্টে (AITT) সর্বশ্রেষ্ঠ পাস আউট রেট পেল রাজ্য। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও টুইট করে বাংলার এই সাফল্যের কথা প্রকাশ্যে জানান। প্রত্যেক সফল প্রতিযোগীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতের সমস্ত রাজ্যগুলি মিলিয়ে প্রায় ১০,০০০-এর প্রতিযোগী অল ইন্ডিয়া ট্রেড টেস্টে অংশ নিয়ে ছিল। তার মধ্যে বাংলার পাস আউট হার প্রায় ৯৭.৮ শতাংশ। যা জাতীয় গড় ৮৮.৭ শতাংশের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি।
প্রসঙ্গত, ভারত সরকারের ট্রেনিং ডিরেক্টরেট এই অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পরিচালনা করে। রাজ্যের প্রায় ৭৬টি পরীক্ষা কেন্দ্রে প্রতিনিধি পাঠিয়ে রাজ্যের পরীক্ষার্থীদের সিবিটি পরীক্ষা নিয়েছিল ট্রেনিং ডিরেক্টরেট।