দেশ বিভাগে ফিরে যান

রাষ্ট্রসঙ্ঘের মানব উন্নয়ন সূচকে মোদীর ভারতকে পেছনে ফেলল ভুটান, বাংলাদেশ

September 9, 2022 | < 1 min read

২০২১শে United Nations-এর মানব উন্নয়ন সূচকে নরেন্দ্র মোদীর ভারত ২০১৯ সালের থেকে আরও এক ধাপ নেমে গেল। ইউনাইডেট নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর রিপোর্ট অনুযায়ী ১৯১টি দেশের মধ্যে ২০২১-এর হিসেবে ভারতের স্থান ১৩২ তম। শীর্ষস্থানে আছে সুইজারল্যান্ড, দুই এবং তিনে যথাক্রমে নরওয়ে ও আইসল্যান্ড।

এই তালিকা তৈরি করা হয় একটি দেশের মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনধারণের মানের দিকে নজর রেখে। এই সূচকের ১২৭ তম স্থানে রয়েছে ভুটান, বাংলাদেশও ভারতের আগে, ১২৯ তম স্থানে রয়েছে । ১৪৩ তম স্থানে রয়েছে নেপাল এবং ১৪৯ তম স্থানে রয়েছে মায়ানমার।

ওই রিপোর্ট থেকে জানা গেছে , ২০২০ সালে জন্ম নেওয়া ভারতীয়দের গড় আয়ু ছিল ৭০.১ বছর, ২০২১ সালে তা কমে ৬৭.২-তে দাঁড়িয়েছে। এছাড়াও, ওই রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে ২০১৯ সালের তুলনায় ২০২০-তে ভারতীয়দের মাথা পিছু আয় কমেছে ক্রয় ক্ষমতার ভিত্তিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #United Nations, #India, #Bhutan

আরো দেখুন